সাতক্ষীরা জেলা প্রশাসনের মোবাইল কোর্টের অভিযানে ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে মাস্ক বিক্রয় করায় ফাল্গুনী বস্ত্রালয়কে বিশ হাজার (২০০০০) টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে ।সোমবার সকালে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন ফাল্গুনী বস্ত্রালয়ে মোবাইল কোর্ট পরিচালনা করেন।
জানা যায়,করোনা ভাইরাস প্রতিরোধ করতে সাতক্ষীরা জেলার বিঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামালের দিক নির্দেশনা মোতাবেক শহরের কাপড়ের দোকানে, ঔষধের দোকানে মাস্ক, স্যানিটেশন কিটস এবং অন্যান্য সংক্রামক রোগ-প্রতিরোধমূলক সামগ্রীর যেন কৃত্রিম সংকট সৃষ্টি না হয় এবং অধিক মূল্যে যেন বিক্রয় করা না হয় তার জন্য সাতক্ষীরা শররের বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ জুবায়ের হোসেন ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে মাস্ক বিক্রয় করায় ফাল্গুনী বস্ত্রালয়কে বিশ হাজার (২০০০০) টাকা অর্থদণ্ড প্রদান করেন। সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে করোনা ভাইরাস যেনো না ছড়ায় সেজন্য সবাই কে সর্তক থেকে মাস্ক পরে পাবলিক প্লেসে যাওয়ার উপদেশ দেওয়া হয়েছে।