এ খবর দিয়ে অনলাইন আরব নিউজ বলছে, আগামী তিন দিনের মধ্যে সংযুক্ত আরব আমিরাতের দুবাই বিমানবন্দর থেকে সাউদিয়ার ফ্লাইট ধরে নাগরিকরা ফিরতে পারবেন সৌদি আরবে। বিকল্প হিসেবে তারা আবু ধাবির কাছে আল বাথা সীমান্ত চেকপয়েন্ট দিয়ে সৌদি আরবে প্রবেশ করতে পারবেন। অন্যদিকে বাহরাইনে যারা বসবাস করছেন, তারা বাদশা ফাহদ ব্রিজ দিয়ে দেশে যেতে পারবেন। যারা ট্রান্সপোর্ট সুবিধা পাবেন না তারা এক্ষেত্রে গালফ এয়ারের ফ্লাইট ব্যবহার করতে পারেন।
ওদিকে মিশরে অবস্থিত সৌদি আরবের দূতাবাস বলেছে, দুই দেশের মধ্যে বিমান চলাচল করবে ১০ এবং ১১ই মার্চ। উদ্দেশ্য সেখানে বসবাসকারী সৌদি আরবের নাগরিকদের দেশে আসার সুযোগ করে দেয়া।