সাতক্ষীরায় তিন মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি : আজ সাতক্ষীরা আসছেন তিন মন্ত্রী। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ১৩তম বঙ্গবন্ধু স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২০ উদ্বোধন করতে আসছেন তারা। আজ বুধবার সকাল ১০টায় উদ্বোধন করা হবে টুর্নামেন্টের। সাতক্ষীরা সরকারি কলেজ মাঠে বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধনী সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম মোজাম্মেল হক-এমপি, মৎস্য ও প্রাণি সম্পদদ মন্ত্রী শ. ম রেজাউল করিম-এমপি, পরিবশে ও বন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী আব্দুল্লাহ আল ইসলাম (জ্যাকব)-এমপি এবং জেলার সকল সংসদ সদস্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ক্রীড়ামোদী সাতক্ষীরাবাসিকে আমন্ত্রণ জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম।

Check Also

স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয় করণ ঘোষনা বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

ফিরোজ হোসেন, সাতক্ষীরা : মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।