ক্রাইমবার্তা রিপোটঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরেছেন, সরকার দুর্ভাগ্যজনকভাবে এই বিষয়টা (করোনা) নিয়ে অবজ্ঞা করেছে। অবহেলা করেছেন। যার ফলে দেশে চরম একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে। এটা শুধু বাংলাদেশেই নয়। সারা বিশ্বেই এই দুর্যোগ আসছে। সেজন্য আমরা নির্দিষ্টভাবে কাউকে দোষারোপ করতে চাইনা। সরকারের যে দায়িত্বশীলতার প্রয়োজন রয়েছে সেটা আমাদেরকে প্রচন্ডভাবে ব্যাথিত করেছে। এমন দায়িত্বহীনতা নিঃসন্দেহে একটা অপরাধের পর্যায়ে পরে।
আজ রাজধানীর গুলশানে সাংবাদিকদের সামনে এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, আমরা এই বিষয়গুলোকে মাথায় নিয়েই প্রথম দিন থেকেই করোনা সচেতনতায় লিফলেট বিতরণ করেছি, পোষ্টার লাগিয়েছি সর্বোপুরি জনগণকে সচেতন করার কাজ করছি। আমরা আমাদের সকল কর্মসূচি বাতিল করেছি। স্বাধীনতা দিবসের সব কর্মসূচি এবং সারাদেশে নেতাকর্মীদের দলীয় সব ধরণের কর্মসূচি থেকে বিরত থাকার অনুরোধ করেছি।