ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা: আশাশুনি ব্যুরো: আশাশুনির পল্লীতে একটি মৎস্য ঘেরে পাওয়া অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজেউন)। সোমবার দুপুরের দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, অজ্ঞাত পরিচয়ের অনুমান ৭৫ বছর বয়সী এক বৃদ্ধা গত ১৯ মার্চ দিবাগত রাত্র দেড়টার দিকে খালিয়া গ্রামের জনৈক মকবুলের মাছের ঘেরে পড়ে ছিলেন। স্থানীয় গ্রাম পুলিশ মিজানুর তাকে উদ্ধার করে পাশের এক বাড়িতে রেখে পরদিন তাকে আশাশুনি হাসপাতালে ভর্তি করেন। সোমবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ওই দিনই তাকে আশাশুনি সরকারি কবরস্থানে দাফন করা হয়েছে। উল্লেখ্য, পরিচয়হীন অপর এক বৃদ্ধ (অনুমান ৬৫ বছর বয়সী) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …