ক্রাইমবার্তা রিপোটঃ দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও এক জনের মৃত্যু হয়েছে। এনিয়ে করোনায় আক্রান্ত হয়ে দেশে মোট ৪ জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯।
মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। আইইডিসিআর পরিচালক আরও জানান, ২৪ ঘণ্টায় হটলাইনে করোনা সংক্রান্ত কল এসেছে মোট ১৭০০ টি। নমুনা সংগ্রহ করা হয়েছে ৯২ টি, মোট নমুনা সংগ্রহ হয়েছে ৭০০। এ পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছে ৪৭ জন এবং আইসোলেশনে আছেন ৪০ জন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …