ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা: কলারোয়ায় সম্প্রতি বিদেশ ফেরত ব্যক্তিদের বাড়িতে ‘হোম কোয়ারেন্টাইন ঘোষণা’ করে স্টিকার লাগিয়ে লাল পতাকা টাঙিয়ে দিয়েছে থানা পুলিশ। বিশ্বব্যাপী ঘাতক ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উদ্যোগ হিসেবে সোমবার উপজেলার বিভিন্ন এলাকায় সম্প্রতি বিদেশ থেকে বাড়িতে আসা ব্যক্তিদের বাড়িতে গিয়ে নিজ হাতে স্টিকার লাগিয়ে ও লাল পতাকা টাঙিয়ে দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মুনীর-উল-গীয়াস।
ওসি মুনীর জানান, ‘কলারোয়া উপজেলায় ৮৮৭জন সম্প্রতি বিদেশ থেকে বাড়িতে এসেছেন বলে আমরা জানতে পেরেছি। এরমধ্যে ৮০০ জন পার্শ্ববর্তী ভারত থেকে এসেছেন। বাকি ৮৭জন বিশ্বের অন্যান্য দেশ থেকে বাড়িতে এসেছেন।’
তিঁনি আরো জানান, ‘পৌরসভার ২৫টি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬২টি বাড়িকে হোম কোয়ারেন্টাইন ঘোষণা করা হয়েছে। সেখানে থানার নির্দিষ্ট স্টিকার লাগিয়ে ও লাল পতাকা টাঙিয়ে দেয়া হয়েছে।’
ওসি জানান, ‘বিদেশ ফেরত ব্যক্তিদের নিজের এবং তার পরিবারের জীবন-স্বাস্থ্য সুরক্ষায় সচেতন ও সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অন্তত ১৪ দিন বাড়িতে অবস্থান করার আহ্বান জানানো হয়।’
এই অভিযানে থানার এসআই রাজকিশোর পাল, কলারোয়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক প্রভাষক আরিফ মাহমুদ, সহ-সম্পাদক মিলন দত্ত, সাংবাদিক কাজল সরদারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Check Also
সাতক্ষীরা জেলার বিএসওএফ সভাপতির সাথে সাতক্ষীরা দৈনিক গণজাগরণ জেলা প্রতিনিধির সাক্ষাৎ
নিজস্ব প্রতিনিধি, সাতক্ষীরা: দেশের পেশাদার সাংবাদিকদের আস্থার প্রতীক “বাংলাদেশ সাংবাদিক ঐক্য ফাউন্ডেশন”(বিএসওএফ) এর কেন্দ্রীয় কমিটির …