করোনা ভাইরাস সংক্রমন রোধে এবং জনসমাগম কমাতে আজ সকাল থেকে সাতক্ষীরা শহরের বৃহৎ পাইকারি ও খুচরা বাজার সুলতানপুর বড়বাজারের আংশিক খুচরা কাঁচামালের বাজার স্থানান্তর করে শহরের পিটিআই মাঠে বসানো হয়েছে।
সকালে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল উপস্থিত থেকে নতুন এই বাজারের কার্যক্রম শুরু করেন। এসময় নেজারত ডেপুটি কালেক্টর স্বজল মোল্যা, কাউন্সিলর ফিরোজ হোসেন ও স্বেচ্ছা সেবকরা উপস্থিত থেকে মাইকিং করে নিরাপদ দুরত্ব বজায় রাখার নির্দেশনা দেন।
এখানে সবজিসহ কাঁচামালের দোকান নির্দিষ্ট দূরত্বে বসবে এবং ক্রেতারাও নির্দিষ্ট দূরত্বে থেকে পণ্য ক্রয় করবেন। একজনের সংস্পর্শে আরেকজন যাতে সংক্রমিত না হয় সেজন্য প্রতিটি দোকানের সামনে সাদা গোলাকৃত করা হয়েছে। এই গোল বৃত্তের মধ্যে দাঁড়িয়ে নিত্য প্রয়োজনীয় কাঁচামাল ক্রয় বিক্রয় হবে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …