শেখ কামরুল ইসলাম: সাতক্ষীরা সদর উপজেলার কুশখালী ইউনিয়নে করোনা ভাইরাস সচেতনতায় লিফলেট, মাস্ক বিতরণ ও জীবানুনাশক স্প্রে করা হয়েছে। প্রতিদিন দিনব্যাপি এ কার্যক্রম পারিচালনায় নেতৃত্ব দিচ্ছেন ২নং কুশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল। চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল জানান, ‘আমরা সরকারি নিদের্শনা মোতাবেক সচেতনতামূলক লিফলেট, মাস্ক, জীবানুনাশক স্প্রে, মাইকিং এবং বিদেশ থেকে আগত ব্যক্তিদের বাড়িতে লাল পতাকা দিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণসহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। এছাড়া জনসচেতনতার লক্ষে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছি। তিনি আরো বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় আমাদের সচেতন হতে হবে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে আসা যাবে না। তাহলে এই সংক্রামক থেকে আমরা রক্ষা পেতে পারি। আমি চাই আমার ইউনিয়নের কোন মানুষ যেন এ ভাইরাসে আক্রান্ত না হয়। সে লক্ষে দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছি।’ এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সচিব কবিরুল ইসলাম, ইউডি শহিদুজ্জামান, ৯নং ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম, ৪,৫ ও ৬ ওয়ার্ড সদস্য রহিমা খাতুন, দফাদার সঞ্জয় দাস, চৌকিদার তুষার, অমল দাস, শিবনাথ দাস, সামছুর রহমান, নজরুল ইসলাম, মফিজুল ইসলাম প্রমুখ।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …