সাতক্ষীরায় আশাশুনিতে খোলপেটুয়া নদীর বেঁড়িবাধ ভেঙে নদীগর্ভে বিলীন

সাতক্ষীরার আশাশুনিতে খোলপেটুয়া নদীর প্রায় দেড়’শ ফুট বেঁড়িবাধ ভেঙ্গে নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এতে উপজেলার প্রতাপনগরের কোলা গ্রামের নি¤œাঞ্চল প্লাবিত হলেও ভাটার সময় পানি নদীতে নেমে যায়। ইতিমধ্যে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বেঁড়িবাধ সংস্কারে কাজ চালিয়ে যাচ্ছেন। এর ফলে তেমন কোন ক্ষয়ক্ষতি এখনও হয়নি। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে প্রতাপনগরের কোলা গ্রামের একটি পয়েন্টে এই ভাঙন দেখা দেয়।
স্থানীয়রা জানান, রাতে প্রবল জোয়ারের চাপে প্রতাপনগর ইউনিয়নের কোলা গ্রামের জরাজীর্ণ বেঁড়িবাধ ভেঙে নদীগর্ভে বিলীন হয়ে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। স্থানীয় ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের নেতৃত্বে স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে তাৎক্ষণিক বালির বস্তা, মাটি ও বাঁশ দিয়ে বেঁড়ি বাধটি সংস্কার করায় তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে, খবর পেয়ে সকালে আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, উপজেরা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চত্রবর্তী, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা আরিফুজ্জামানসহ অন্যান্যরা ভাঙনকবলিত বেঁড়িবাধ পরিদর্শন করেছেন।
আশাশুনি উপজেরা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চত্রবর্তী জানান, ভাঙন কবলিত বেড়িবাধ সংস্কারের কাজ চলছে। দুপুরের জোয়ারে যদি বেঁড়িবাধটি আর না ভাঙে তাহলে বাধটি টিকে যাবে ধারনা করা হচ্ছে। অনলাইন ডেস্ক:

Check Also

নারায়ণগঞ্জে শিশুসহ ৩ জনের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পুকুরপাড় থেকে বস্তাবন্দী অবস্থায় এক শিশুসহ দুই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।