সদর হাসপাতালে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও গাউন প্রদান করলেন জেলা প্রশাসক

সাতক্ষীরা সদর হাসপাতালের করোনো আইসোলেশন ইউনিট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও জেলা করোনো প্রতিরোধ কমিটির সভাপতি এসএম মোস্তফা কামাল। রোববার সকাল সাড়ে ১০টার দিকে তিনি সদর হাসপাতালের আইসোলেশন ইউনিট পরিদর্শনে যান।
এসময় তিনি চিকিৎসকদের সাথে মতবিনিময় করেন এবং করোনো চিকিৎসার প্রস্তুতি, চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সার্বিক খোঁজখবর নেন। সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত করোনো চিকিৎসা নিয়ে স্বাস্থ্য বিভাগের সার্বিক প্রস্তুতি জেলা প্রশাসককে অবহিত করেন।
জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল চিকিৎসকদের ধন্যবাদ জানিয়ে বলেন, চিকিৎসকরা বীরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে তারা জেলাবাসীর সেবা দিয়ে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টাতেই করোনো মোকাবেলা করা সম্ভব হবে।
এ সময় জেলা প্রশাসক হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার জন্য হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক ও গাউন প্রদান করেন।

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।