সত্যিকার অর্থে অভাবি কেউ যোগাযোগ করলে পুলিশ তার পাশে দাঁড়াবে: সাতক্ষীরা পুলিশ সুপার

ক্রাইমর্বাতা রিপোর্ট:   সাতক্ষীরা:   করোনা পরিস্থিতিতে গৃহবন্দি হয়ে পড়া নিম্ন আয়ের মানুষদের খাদ্য দেওয়ার ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। শুরু করেছেন তালিকা প্রস্তুতের কাজও।
পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান জানান, করোনা মোকাবেলার জন্য মানুষদের ঘর থেকে বের হতে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এই পরিস্থিতিতে অভাবি মানুষরা বিপাকে পড়েছেন। তাদের ঘরে থাকা খাবার ফুরিয়ে আসছে। মানবিক দিক বিবেচনা করে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে অসহায় অভাবি মানুষদের পাশে দাঁড়ানোর জন্য উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি বলেন, জেলার প্রকৃত ৫০০ অভাবি পরিবারের মাঝে আমরা খাদ্য সামগ্রী বিতরণ করব। ইতোমধ্যে তালিকা তৈরির কাজ শুরু করা হয়েছে। সত্যিকার অর্থে অভাবি কেউ যোগাযোগ করলে পুলিশ তার পাশে দাঁড়াবে।

এর আগে গতকাল সাতক্ষীরায় করোনায় বিপাকে নিন্ম আয়ের ৫ লক্ষ মানুষ: জেলা প্রশাসনের উদ্যোগে ১১শ পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।