সাতক্ষীরার ‘আমরা প্রাক্তন রোভার’ উদ্যোগে করোনা ভাইরাসের কারণে কর্মহীন মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সরকারি কলেজ মসজিদ এলাকায় চাল-ডাল-আলুর প্যাকেট বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরার সরকারি মহিলা কলেজের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক ও প্রাক্তন রোভার নেতা আজিজুর রহমান পলাশ, জেলা রোভার স্কাউটের সম্পাদক মোঃ আসাদুজ্জামান, সাতক্ষীরা সরকারি কলেজের ভুগোল বিভাগের সহকারী অধ্যাপক ও রোভার নেতা আ. ন. ম গাউছার রেজা, প্রাক্তন খুলনা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি নাজমুল হক, প্রাক্তন সিনিয়র রোভার মেট অতনু বোস, রাশিদুজ্জামান রানা, আব্দুল্লাহ আল মামুন, সালাউদ্দীন রানা, অহিদুল ইসলাম, আরিফুল ইসলাম, ফাহাদ হোসেন, রোভার প্রান্ত প্রমূখ। উদ্যোক্তারা জানান, করোনা ভাইরাসের কারণে বর্তমানে মানুষ কর্মহীন হয়ে গৃহে অবস্থায় আছে। নি¤œ আয়ের মানুষের জন্য আমাদের কিছু করার দরকার। তাদের জন্য আমাদের এই স্বল্প আয়োজন। তারা আরো জানান, করোনায় গৃহে অবস্থানকালীন সময়ে জেলার বিভিন্ন স্থানে সহায়তা কার্যক্রম চলবে। প্রেস বিজ্ঞপ্তি
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …