ক্রাইমবার্তা রিপোটঃ দেশে করোনায় আক্রান্ত ৭০ বছর বয়সী এক বৃদ্ধ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজ মঙ্গলবার দুপুরে করোনাভাইরাস সংক্রমণের পরিস্থিতি নিয়ে অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
তিনি জানান, দেশে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে আক্রান্ত আরও ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন। এদের মধ্যে একজনের বয়স ৭০ বছর। এছাড়া একজন নার্স ও সুস্থ হয়েছেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে দুই জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়া রোগী শনাক্ত করা হয়েছে।
করোনা সংক্রমণ ঠেকাতে পরামর্শ তুলে ধরে আইইডিসিআর পরিচালক বলেন, কাশি শিষ্টাচার মেনে চলুন। ঘরের বাইরে যাবেন না। বার বার সাবান পানি দিয়ে হাত ধোবেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে থাকুন, বিদেশ থেকে আসতে না করুন, আপনারাও ভ্রমণ থেকে বিরত থাকুন। কেউ ঘরের বাইরে যাবেন না।
খুব প্রয়োজন হলে স্বাস্থ্য বিধি মেনে বের হবেন।