ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রাণালয় থেকে জেলায় ৪লাখ টাকা ও ২১৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলায় ২৮ মেট্রিকটন চাল ও ৫০ হাজার টাকা, আশাশুনি উপজেলায় ২৫ হাজার টাকা ও ২৫ মেট্রিকটন চাল, দেবহাটা উপজেলায় ৩০ হাজার টাকা ও ২০ মেট্রিকটন চাল, কলারোয়া উপজেলায় ৩০ হাজার টাকা ও ২৫ মেট্রিকটন চাল, কালিগঞ্জ উপজেলায় ৫০ হাজার টাকা ও ২৫ মেট্রিকটন চাল, শ্যামনগর উপজেলায় ৫০ হাজার টাকা ও ২৫ মেট্রিকটন চাল, তালা উপজেলায় ৫০ হাজার টাকা ও ২৫ মেট্রিকটন চাল, সাতক্ষীরা পৌরসভায় ৫০ হাজার টাকা ও ২৫ মেট্রিকটন চাল এবং কলারোয়া পৌরসভায় ২০ হাজার টাকা ও ১৫ মেট্রিকটন চাল চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দগুলো শুমারি অনুযায়ী খুব দ্রুত অসহায়দের মাঝে বিতরণ করা হবে।
প্রসঙ্গত: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রানালয়ের থেকে ৬৪ জেলায় ৪৬ হাজার মেট্রিক টন খাদ্য ও ১২ কোটি ৫৬ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …