করোনা: সাতক্ষীরা জেলায় ৪লাখ টাকা ও ২১৩ মেট্রিকটন চাল বরাদ্দ

ক্রাইমবার্তা রিপোটঃ   সাতক্ষীরা: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রাণালয় থেকে জেলায় ৪লাখ টাকা ও ২১৩ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।
সূত্রে জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলায় ২৮ মেট্রিকটন চাল ও ৫০ হাজার টাকা, আশাশুনি উপজেলায় ২৫ হাজার টাকা ও ২৫ মেট্রিকটন চাল, দেবহাটা উপজেলায় ৩০ হাজার টাকা ও ২০ মেট্রিকটন চাল, কলারোয়া উপজেলায় ৩০ হাজার টাকা ও ২৫ মেট্রিকটন চাল, কালিগঞ্জ উপজেলায় ৫০ হাজার টাকা ও ২৫ মেট্রিকটন চাল, শ্যামনগর উপজেলায় ৫০ হাজার টাকা ও ২৫ মেট্রিকটন চাল, তালা উপজেলায় ৫০ হাজার টাকা ও ২৫ মেট্রিকটন চাল, সাতক্ষীরা পৌরসভায় ৫০ হাজার টাকা ও ২৫ মেট্রিকটন চাল এবং কলারোয়া পৌরসভায় ২০ হাজার টাকা ও ১৫ মেট্রিকটন চাল চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এই বরাদ্দগুলো শুমারি অনুযায়ী খুব দ্রুত অসহায়দের মাঝে বিতরণ করা হবে।
প্রসঙ্গত: করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রানালয়ের থেকে ৬৪ জেলায় ৪৬ হাজার মেট্রিক টন খাদ্য ও ১২ কোটি ৫৬ লক্ষ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।