ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা:করোনা ভাইরাস প্রতিরোধে গোটা জেলায় চলছে হোম কোয়ারেন্টিন। ধনী-গরীব সবাই এখন গৃহে অবস্থান করছেন। এমন পরিস্থিতিতে বিপাকে পড়েছেন অসহায় দিন-মজুর শ্রেণির মানুষ। একবেলা কাজ না করলে যাদের খাবার জোগাড় হয়না তারা বেকায়দায় পড়েছেন। এতে করে পরিবার পরিজন নিয়ে খাদ্য সংকটে অসহায় হয়ে পড়েছেন অতি দরিদ্র মানুষ। গৃহে থাকা কর্মহীন এসব পরিবারে খাদ্য সহায়তা নিয়ে রাতের দিয়ে আসছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। করোনা প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রেখে তিনি ঘরবন্দি ক্ষুধার্ত মানুষের মুখে খাবার বিলিয়ে দিচ্ছেন। অসহায় ক্ষুধার্ত মানুষের বাড়ি বাড়ি খাবার নিয়ে ছুটছেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।
এদিকে জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল রাতের আধারে শহরের দক্ষিণ কাটিয়া বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন। বিতরণকালে উপস্থিত ছিলেন সদর উপজেলা নিবার্হী অফিসার দেবাষিশ চৌধুরী, নিবার্হী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন, সাকিবুল, আব্দুর রহমান, ইব্রাহিম খান বাবু, ইব্রাহিম খলিল প্রমুখ।