ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা: সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় নুরুজ্জামান খোকা নামের এক ব্যক্তি নিহত হয়েছে। নিহত খোকা সাতক্ষীরা সদর উপজেলার বকচরা গ্রামের মৃত আব্দুল খালেক লস্করের পুত্র। বুধবার (১ এপ্রিল) ভোরে সাতক্ষীরা বাইপাস সড়কের বকচরা এলাকায় এ দুর্টঘনা ঘটে।
স্থানীয়রা জানান, নুরুজ্জামান খোকা ভোরে বাড়ি থেকে ইটভাটায় কাজ করতে যাওয়ার জন্য রওনা হন। তিনি বাইপাস সড়কে পৌছালে যশোর দিক থেকে একটি পিকআপ তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …