ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা: করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সাতক্ষীরা তালা উপজেলায় সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে।
বৃহস্পতিবার (০২এপ্রিল) তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে সেনাবাহিনী টহল দিচ্ছেন দিনভর। কেউ যাতে অযথা ঘরের বাহিরে ঘোরাফেরা না করেন এ জন্য এ টহল জোরদার করা হয়।
সামাজিক দূরত্ব না মানায় ৭ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন।
জানা গেছে, সরকারি নিষেধ অমান্য করে সামাজিক দূরত্ব না মানায় ৭ জনকে ৬ হাজার ২০০ টাকা জরিমানা করা হয় ।
উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থানের জনশূন্য হয়ে পড়েছে ব্যাস্ততম উপজেলা বাজারগুলো ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেন বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ সবাইকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বিশেষ প্রয়োজনে ছাড়া কেউ ঘরের বাহিরে বের হবেননা। বের হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
এদিকে, নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকান ও ঔষধের দোকান ছাড়া বাকী অন্যান্য দোকান পাট অধিকাংশই বন্ধ থাকায় রাস্তাঘাটে লোক-সমাগম খুবই কম। চলছে ভ্রাম্যমান আদালতের অভিযান।
এদিকে করোনো সংক্রমণ রোধে তালা থানার ওসি মেহেদী রাসেলের নেতৃত্বে অভিযান অব্যাহত আছে।