ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা: জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে ভর্তি হওয়া যুবকের শরীরে করোনো ভাইরাসের কোন অস্তি¡ত্ব মেলেননি। তাকে আইসোলেশন থেকে জেনারেল ওয়ার্ডে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার আইইডিসিআর থেকে পাওয়া রিপোর্টে করোনো ভাইরাসের অস্তি¡ত্ব না মেলায় তাকে জেনারেল ওয়ার্ডে ট্রান্সফার করা হয়।
সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পেশায় এনজিও কর্মী ওই যুবক আগের চেয়ে সুস্থ আছেন। গত সোমবার জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসলে তাকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করে নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। যার রিপোর্টে করোনো ভাইরাস নেগেটিভ এসেছে।
প্রসঙ্গত, সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের লক্ষিনাথপুর গ্রামের এনজিও কর্মী আমিরুল গাজী বেসরকারি সংস্থা সুশীলনে কর্মরত আছেন। তার আগে থেকেই শ্বাসকষ্ট ও ডায়াবেটিস ছিল।