#ঘরে থাকুন নিরাপদে থাকুন
সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশে আজ সাতক্ষীরা শহরে সামাজিক দূরত্ব বজায় রাখতে সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হয়। সাতক্ষীরা শহরের বকচরা মোড়, সিটি কলেজ মোড়, কদমতলা বাজার , বাবুলিয়া বাজার, শিবপুর বাজার এই সচেতনতা কার্যক্রম পরিচালিত হয়। সাতক্ষীরা শহরে বকচরা মোড়ে মেসার্স সাবেদ এন্টার প্রাইজ আইন অমান্য করে রড সিমেন্টের দোকান খোলা রাখায় এবং বিক্রি করার সময় হাতেনাতে ধরা পড়ায় মেসার্স সাবেদ এন্টারপ্রাইজ কে ৫০০০ টাকা ও ক্রেতাকে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়।
DC Satkhira Mostafa Kamal is with Indrajit Saha.
6 mins ·
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশে সাতক্ষীরার কদমতলা বাজার, বড় বাজার, খুলনা মোড় ও শহরের বিভিন্ন পয়েন্টে সামাজিক দূরত্ব বজায় রাখা ও করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি আদেশ অমান্য করার জন্য কয়েকজনকে অর্থ দন্ড প্রদান করা হয়। করোনাভাইরাস (কোভিড-১৯) সম্পর্কে সচেতন থাকুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিজে নিরাপদ থাকুন, নিজ পরিবারকেও নিরাপদ রাখুন।
#ঘরে থাকুন, নিরাপদ থাকুন।
জেলা প্রশাসকের ফেসবুক ওয়াল থেকে।