নিজস্ব প্রতিবেদক : সমাজের বিত্তবানদের বিবেক জাগ্রত করে অসহায় নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানিয়ে অনলাইন দৈনিক সংকল্প পত্রিকার পক্ষ থেকে খাদ্য সমগ্রী বিতরণ কর্মসূচি শেষ হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরা প্রেসক্লাব চত্বর থেকে নিম্ন আয়ের মানুষের মাষে খাদ্য সামগ্রী বিতরণ-কালে আয়োজক ও উপস্থিত অতিথিবৃন্দ বৃত্তবানদের প্রতি এ আহবান জানান। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ কালে,জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার সাতক্ষীরার উপ-পরিচালক মোঃ জাকির হোসেন বলেন,এই মহাদুর্যোগে সাধারণ মানুষকে ঘরে থাকতে হবে। অতি জরুরী প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না । এসময় আরো উপস্থিত ছিলেন, রেডক্রিসেন্টে সোসাইটির ভাইস চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা নুরুল হক,রেডক্রিসেন্টে সোসাইটির সাধারণ সম্পাদক মো: আবু সাইদ,আওয়ামীলীগ নেতা শেখ তৌহিদুর রহমান ডাবলু,দৈনিক সংকল্প পত্রিকার সম্পাদক রামকৃষ্ণ চক্রবর্তী, দৈনিক সংকল্প পত্রিকার উপ-সম্পাদক কাজী শওকত হোসেন ময়না,বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সাতক্ষীরা প্রতিনিধি মনিরুল ইসলাম মনি, সংকল্পের চিফ রিপোর্টার মেহেদী হাসান কাজল,দৈনিক যুগের বার্তা পত্রিকার বার্তা সম্পাদক খন্দকার আনিসুর রহমান, সংকল্প পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক ফেরদৌস আহমেদ,রোহিত ট্রেডার্সের প্রতিনিধি সমীর দাশ ও আবুল কালাম আজাদ প্রমুখ।
Check Also
তাবলীগ জামায়াতের সাদপন্থীদের নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ-সমাবেশ
মুহাম্মদ হাফিজ, সাতক্ষীরা : তাবলীগ জামাতে সাদপন্থীদের বর্বোরিচত হামলার প্রতিবাদ ও সাতক্ষীরা জেলা আ.লীগের সহসভাপতি …