ক্রাইমর্বাতাবাতা রিপোট: সাতক্ষীরা: কালিগঞ্জের মথুরেশপুর ইউনিয়নের চরদহা গ্রামের একটি সড়ক থেকে কাছলেম মোল্লা (৭৭) নামে এক বৃদ্ধের মৃতদেহ উদ্ধার হয়েছে। রবিবার (১২ এপ্রিল) ভোরে সড়কে অজ্ঞাত পরিচয় ওই বৃদ্ধের মৃতদেহ দেখে এলাকায় করোনা আতংক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে নিহত ব্যক্তির পরিচয় উদঘাটনের পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
থানা সূত্রে জানা যায়, শনিবার (১১ এপ্রিল) দেবহাটা উপজেলার পূর্ব কুলিয়া গ্রামের কালু মোল্লার ছেলে কাছলেম মোল্লা পারুলিয়ায় মেয়ের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নিজবাড়ি থেকে বের হন। কিন্তু পথভুলে কালিগঞ্জের চরদহা গ্রামে পৌছে রাতে তিনি মৃত্যুবরণ করেন। রবিবার সকালে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হুসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে চরদাহ থেকে অজ্ঞাতনামা একটি মৃতদেহ উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্ত হয়েছে। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।
কাছলেম মোল্লার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান।