আক্রান্ত খুলনা বিভাগের ২টিসহ ৩৫ জেলা

ক্রাইমর্বাতা রিপোর্ট:সাতক্ষীরা:  সারাদেশে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাস। রোববার আরো ৪টি জেলাসহ আক্রান্ত জেলার সংখ্যা ৩৫টি। এরমধ্যে খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলা ছাড়া বাকী ৯টি জেলা রোববার আইডিসিআরের প্রেস ব্রিফিংয়ের পূর্ব পর্যন্ত করোনামুক্ত ছিল। তবে যশোরের মণিরামপুর উপজেলায় একজন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর বেরিয়েছে। এরফলে খুলনা বিভাগের আক্রান্ত জেলা এখন ২টি।
ঢাকা বিভাগ
ঢাকা মহানগর ৩১৩,
ঢাকা জেলা ২২,
গাজীপুর ২৩,
কিশোরগঞ্জ ১০,
মাদারীপুর ১৯,
মানিকগঞ্জ ৫,
নারায়ণগঞ্জ ১০৭,
মুন্সিগঞ্জ ১৪,
নরসিংদী ৪,
রাজবাড়ী ৬,
টাঙ্গাইল ২,
শরিয়তপুর ১,
গোপালগঞ্জ ৩,

চট্টগ্রাম বিভাচ

ট্টগ্রাম ১২,
কক্সবাজার ১,
কুমিল্লা ৯,
ব্রাক্ষ্মনবাড়িয়া ৬,
লক্ষ্মীপুর ১,
চাদপুর ৬,
সিলেট বিভাগ
সিলেট জেলা ১,
মৌলভীবাজার ১,
হবিগঞ্জ ১,

রংপুর বিভাগ
রংপুর ২,
গাইবান্ধা ৬,
নিলফামারী ৩,
লালমনিরহাট ১,
ঠাকুরগাও ৩,
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ জেলা ৫,
জামালপুর ৬,
নেত্রকোনা ১,
শেরপুর ২,

বরিশাল বিভাগ
পটুয়াখালী ১,
বরগুনা ৩,
ঝালকাটি ৩

খুলনা বিভাগ
চুয়াডাঙ্গা ১ জন।

রোববার আইডিসিআরের প্রেস ব্রিফিংয়ের পূর্ব পর্যন্ত ৩৫টি জেলায় করোনাভাইরাস সংক্রামন হয়েছে। অনলাইন ব্রিফিংয়ে ২৪ ঘণ্টায় দেশে আরো জন ৪ মারা গেছেন বলে উল্লেখ করা হয়। এই সময়ের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩৯ জন। এরমধ্যে ঢাকায় ৬২ জন শনাক্ত হয়।
এ্ই ১৩৯ জনের মধ্যে ৯৬ জন পুরুষ ও ৪৩ জন নারী। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন তিনজন। এনিয়ে মোট ৩৯ জন সুস্থ হয়েছেন।
এদিকে রোববার ব্রিফিংয়ের পূর্ব পর্যন্ত নতুন করে চার জেলায় ছড়িয়েছে করোনাভাইরাস। এসব জেলায় করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। জেলাগুলো হলো-লক্ষ্মীপুর, লালমনিরহাট, ঠাকুরগাঁও ও ঝালকাঠি। এসব জেলার তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এইসব জেলায় যে সব রোগী শনাক্ত হয়েছে এরা সবাই গত কয়েকদিন আগে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে এলাকায় গিয়েছে।
রোববার পর্যন্ত ১৩৯ করোনা রোগী শনাক্তের পর দেশে করোনায় মোট শনাক্ত হয়েছে ৬২১ জন। আর মারা গেছেন মোট ৩৪ জন

Check Also

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন

কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার সুপারিশ করতে যাচ্ছে জনপ্রশাসন সংস্কার কমিশন। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সচিবালয় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।