ক্রাইমর্বাতা রিপোর্ট: (তালা সাতক্ষীরা): তালায় জমিজমা সংক্রন্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় দুই সাংবাদিকসহ ৫ জনকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপিল) সকালে উপজেলার ঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয় দৈনিক খুলনাঞ্চলের সাতক্ষীরা প্রতিনিধি খান নাজমুল হুসাইন(২৯), তার ছোট ভাই দৈনিক আজকের সাতক্ষীরার তালা উপজেলা প্রতিনিধি খান আল-মাহবুব (২০), তাদের পিতা আবু হোসেন খান মন্টু (৬২), মৃত এনায়েত আলী খানের পুত্র আবু বক্কর খান (৪৫) এবং তার স্ত্রী কাজল রেখা (৩৫)। আহতদের প্রথমে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় এবং পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটানায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আহত সাংবাদিক খান নাজমুল হুসাইন জানান, দীর্ঘদিন ধরে প্রতিবেশি খান আরিজুল ইসলামের সাথে তাদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে মঙ্গলবার সকালে খান আরিজুল গং তাদের উপরে ধারালো অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় তার কাছে ব্যবসায়িক কাজে থাকা ২ লক্ষ টাকা ছিনিয়ে নেয় মুকুল নামের এক দুর্বৃর্ত্ত।
তালা থানার ওসি মেহেদী রাসেল এ প্রতিবেদক কে বলেন, আমি ঘটনাটি শুনেছি। কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …