বরিশালের রহমতপুর এলাকার ইট ভাটা থেকে এসব শ্রমিক শ্যামনগরের ধুমঘাট, কালিঞ্চি ও সোনারমোড়সহ নিজ নিজ গ্রামের বাড়িতে ফিরছিল। পরবর্তীতে ভ্রাম্যমান আদালত কাভার্ডভ্যানের চালককে অর্থদন্ড দিয়ে শ্রমিকদের নিজ এলাকার হোম কোয়ারেন্টিনে পাঠায়।
ফিরে আসা শ্রমিক রফিকুল ইসলাম, আব্দুস সালাম ও সালমা খাতুন জানায় তারা রহমতপুর এলাকার ইট ভাটায় কাজ করছিল। সারা দেশের মত তাদের এলাকায় মানুষের চলাচল সীমিত হওয়ায় শ্রমিক সর্দার মোস্তফা কাভার্ডযোগে তাদেরকে বাড়িতে ফেরার ব্যবস্থা করে। রাত আটটা থেকে বেলা নয়টা পর্যন্ত দরজা বন্ধ ছোট কাভার্ডভ্যানে আটকে থাকায় অনেকে শ^াষকষ্টে ভুগছিল।
উদ্ধার কাজে জড়িত স্বেচ্ছাসেবী নুর মোহাম্মদ জানায়, আটকের পর কাভার্ডভ্যানের দরজা খুলে দীর্ঘক্ষণ আটকে থাকায় অনেককে ঘেমে কর্দমাক্ত হয়ে অসুস্থ অবস্থায় পাওয়া যায়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আদুল হাই সিদ্দিকী জানান, আটক কাভার্ডভ্যানের চালককে পাঁচ হাজার টাকা অর্থদন্ড এবং উদ্ধার শ্রমিকদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …