স্টাফরিপোটার: সাতক্ষীরা সদরের আগরদাঁড়ীতে প্রায় ২০০ বছরের একটি অরক্ষিত পুরাতন কবরস্থান সংরক্ষণের উদ্যোগ নিয়েছে স্থানীয়রা। সংরক্ষণের জন্য আনুষ্ঠানিক কাজের উদ্বোধন করা হয়েছে। সকালে আগরদাঁড়ী কারিগর পাড়ায় সামাজিক নিরাপত্তা বজায় রেখে কাজের উদ্বোধন করেন (৭০) সত্তরোর্ধ মাষ্টার ওয়াজেদ আলী, মুজিবর রহমান, রুহুল আমিন, সলেমান, ওয়াহেদ বক্সসহ স্থানিয়রা। ২৬ শতক জমির চারপাশে প্রাচীরের কাজ শুরু হয়েছে, য়ার নেতৃত্ত্বে রয়েছেন-ওই জমির পুরাতন ৪ শরিকের ৪ জন, যথাক্রমে দৈনিক পত্রদূতের যুগ্নসম্পাদক মাষ্টার সাখাওয়াত উল্যাহ, আনারুল ইসলাম, আজহারুল ইসলাম, ও আবুল কালাম। আনুষ্ঠানিক কাজের উদ্বোধনের সময় সংক্ষিপ্ত মোনাজাতে মৃত ব্যাক্তিদের রুহের মাগফিরাত এবং করোনা মহামারী থেকে দেশবাসিকে হেফাজত কামনা করা হয়।
আবু সাইদ বিশ্বাস:
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …