মসিয়ার রহমান :বেনাপোল
বেনাপোল পোর্ট থানা এলাকায় একাধিক মাদক মামলার আসামি সুজন মিয়া (২৮) ও তার সহযোগি আল আমিন (৩৫) কে একটি ৭.৬৫ এম এম পিস্তল ও ৩ রাউন্ড গুলি সহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে তাদেরকে আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশ।
আটক সুজন মিয়া বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রামের কাদের ড্রাইভারের ছেলে ও আল আমিন গাজিপুর গ্রামের ঠান্ডুর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বেনাপোল পোর্ট থানার নামাজ গ্রাম থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এসময় তাদের কাছ থেকে একটি পিস্তল ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান পিস্তল সহ সুজন ও আল আমিনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বুধবার যশোর আদালতে পাঠানো হয়েছে।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …