আপনারা জানেন জমি জমা সংক্রান্ত কাজে ঢাকায় আসেন পরবর্তীতে তিনি করোনা ভাইরাস এর লকডাউনের স্বীকার হন। ৭১ টেলিভিশনে প্রকাশ করার পর অবশেষে সাতক্ষীরার পথে পঞ্চানন গাইন। লক ডাউনে গাবতলি বাস স্ট্যান্ডে ১৯ দিন কাটানো পর পঞ্চানন গাইনকে গাবতলী বাসস্ট্যান্ড হতে কাওরান বাজারে নিয়ে পুলিশের সহযোগিতায় ১৪/০৪/২০২০ তারিখে রাত ১১ঃ৩০ মিনিটে সাতক্ষীরার উদ্দেশে পাঠানো হয়েছে। যশোর থেকে এসপি সাতক্ষীরা মহোদয়ের প্রতিনিধি রিসিভ করে বাড়িতে পৌঁছে দিয়ে আসবে। ধন্যবাদ একাত্তর টেলিভিশন; ইস্তিয়াক ইমোন; খালিদ ইমরান রিপন; প্রচার সম্পাদক; পাটকেলঘাটা থানা সমিতি ঢাকা; পুলিশ সুপার, সাতক্ষীরাকে। আমাদের এলাকার বড় ভাই গ্রীণ বাংলা পরিবহনে মালিক, জনাব মাসুম ভাই; এছাড়াও যারা প্রকার্শে ও মনে মনে কষ্ট পেয়েছেন তাদের প্রতিও কৃতজ্ঞ। পাটকেলঘাটা থানা সমিতি, ঢাকা সদস্যরা বিষয়টি নিয়ে অনেকেই বিতলিত ছিল মানবিক কারনে সবাই বিশেষ করে রিপনকে আমি অনেক বার কল দিয়েছিলাম টাকা লাগলেও তোমার ভাইকে দিতে বলো আমাদের সমিতি বিহার করবে। যাইহোক মানবাতার জয় হোক; এটাই আমাদের প্রতার্শা।
কৃতজ্ঞতায়
সাধারণ সম্পাদক
পাটকেলঘাটা থানা সমিতি, ঢাকা