ক্রাইমবার্তা রিপোটঃ আশাশুনিতে বাল্যবিবাহ বন্ধসহ বিভিন্ন বাজার নিয়ন্ত্রণ ও মোবাইল কোর্ট পরিচালনা করলেন, আশাশুনি সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা। বুধবার সকালে তিনি গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি সদর ইউনিয়নের শীতলপুর গ্রামের নিহার চন্দ্র দাসের মেয়ে ১৫কে বাল্যবিবাহ থেকে উদ্ধার করেন এবং নিহার চন্দ্র দাসের কাছ থেকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত সে মেয়েকে বিয়ে দিতে পারবে না বলে লিখিত অঙ্গীকার নেওয়া হয়েছে বলে জানান।এরপর উপজেলার বুধহাটা, বেউলা, হাড়িভাঙ্গা পাইথালী বাজারসহ বিভিন্ন বাজারে যেয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখা, সন্ধ্যা ৬ টার মধ্যে ঔষধের দোকান ব্যতীত সকল দোকান বন্ধ করা, সকল মানুষকে খুব জরুরী প্রয়োজন ব্যতীত ঘরের বাইরে না আসার জন্য অনুরোধ জানান।বাজার মনিটরিংকালে মোবাইল কোর্টের মাধ্যমে ৩ জনকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেন। এ সময় সেনাবাহিনী, আশাশুনি থানার পুলিশ ও অফিস সহকারি মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …