প্রশাসনিক প্রধানদের মাহমুদুল আলম বিবিসির পক্ষে পিপিই প্রদান

ক্রাইমবার্তা রিপোটঃ   করোনা ভাইরাসের সংক্রামনে কিছুতেই থামছে না মৃত্যুর মিছিল। বিশে^র উন্নত দেশগুলো পর্যন্ত এই ভাইরাসের আক্রমনে দিশেহারা। আমাদের দেশেও পাল্লা দিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর মিছিল। করোনা ভাইরাসের সংক্রামণ রোধে পিপিই একটি অন্যতম প্রয়োজনীয় উপাদন। আর এই করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সাতক্ষীরা জেলার প্রশাসনিক প্রধান কর্মকর্তাদের সংযুক্ত আরব আমিরাত জাতীয় শ্রমিক লীগের সভাপতি মাহমুদুল আলম বিবিসির পক্ষে পিপিই প্রদান করা হয়েছে। প্রথম পর্যায়ে হত ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুতমিশ, ডিএসবি শাখার এএসপি সাইফুল ইসলাম, ডিবি পুলিশের ওসি মহিদুল ইসলাম, সার্কেল এসপি মীর্জা সালাউদ্দীন, র‌্যব-৬ সাতক্ষীরার সিও সিনিয়র এসএসপি বজলুর রশিদ, সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ, সাতক্ষীরা ট্রাফিক পুলিশের টিআই হারুন অর রশিদ, দেবহাটা থানার অফিসার ইনচার্জ বিপ্লব সাহা, কালিগঞ্জ থানার অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেনসহ অন্যান্য কর্মকর্তাদের মাঝে ৩০ পিস পিপিই প্রদান করা হয়েছে। এই বিষয়ে জানতে চাইলে মাহমুদুল আলম বিবিসি বলেন, বর্তমান সময়ে মাঠ পর্যায়ে কাজ করা কর্মকর্তারা জীবনের ঝুঁকি নিয়ে দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। আমি আমার পক্ষ থেকে তাদের জন্য সব চেয়ে ভালো পিপিই দেয়ার চেষ্টা কেরেছি। আশা করি এটি ব্যবহার করে তারা মানুষের জন্য আরও ভালভাবে কাজ করতে পারবেন। আগামীতেও আমার পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে। নি

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।