ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় আছিয়া খাতুন (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। সাতক্ষীরা সদরের দহাকুলার সামাদের মোড়ে রাস্তা পার হওয়ার সময় বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আছিয়া খাতুন (৫৫) দহাকুলা পূর্বপাড়া গ্রামের মোঃ আবুল কাশেমের স্ত্রী।
স্থানীয়রা জানান, ব্রহ্মরাজপুর বাজারের মাংস ব্যবসায়ী ও ধুলিহর বাজারখোলা গ্রামের মফিজুল ইসলামের পুত্র মোখলেসুর রহমান মোটরসাইকেলে চালিয়ে সাতক্ষীরা অভিমুখে যাচ্ছিলেন। এ সময় আশাশুনি-চাপড়া সড়কের দহাকুলা সামাদের মোড়ে পৌছালে পথচারী আছিয়া খাতুন রাস্তা পার হওয়ার সময় তাকে সজোরে ধাক্কা দেয়। এতে মাথায় ও বুকে প্রচন্ড আঘাত পেয়ে গুরুতর রক্তাক্ত জখম হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করলে দুপুর সাড়ে বারোটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …