ক্রাইমবার্তা রিপোটঃ করোনাকালে সবাই যখন ঘরে, তখন ধান কাটা শ্রমিকদের উৎসাহ দিতে এবং শ্রমিক সংকট নিয়ে কৃষকদের দুশ্চিন্তা দূর করতে নিজেই মাঠে নেমে শ্রমিকদের সাথে ধান কাটলেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এসএম জগলুল হায়দার।সারাদেশ লকডাউন থাকার কারণে শ্রমিকরা এক এলাকা থেকে আরেক এলাকায় যাতায়াত করতে পারছেন না। ফলে ধানকাটার শ্রমিক সংকটে কৃষকরা কিছুটা চিন্তিত। এই করোনা পরিস্থিতিতে আগামী দিনের খাদ্য সংকট মোকাবেলায় ধানকাটা নিশ্চিত করতে জেলা এবং উপজেলা প্রশাসনকে জোরালো দিকনির্দেশনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে শুরু হয়েছে বোরো ধানকাটা। সাতক্ষীরায় বোরো ধানের বাম্পার ফলনও হয়েছে এবার। সোনালী ধানে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। কিন্তু করোনা ভাইরাস আতঙ্ক কৃষকের সেই স্বপ্ন ভঙ্গে ভর করেছে। শ্রমিক ও দিন মজুররা রয়েছেন ঘরে বন্ধী। এ অবস্থা চলতে থাকলে শ্রমিক সংকট দেখা দিতে পারে। তাই কৃষকদের মনে আশা যোগাতে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য শুক্রবার সকালে কৃষক বেশে কাঁচি নিয়ে লুঙ্গি গামছা পরিধান করে মাঠে ধান কেটেছেন।এমপি জগলুল হায়দার বলেন, তার নির্বাচনী এলাকা শ্যামনগর এবং কালিগঞ্জ উপজেলায় ধান কাটা শ্রমিকদের বিশেষ পরিচয়পত্র প্রদান করে বিশেষ যাতায়াতের ব্যবস্থা করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি এসব অঞ্চলে ধান মাড়াই করে দেওয়ার ব্যবস্থাও গ্রহণ করা হবে।
Check Also
আশাশুনির তুয়ারডাঙ্গা বাজারে জামায়াতের অফিস উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা বাজারে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন করা হয়েছে। বুধবার(৮ জানুয়ারি) …