বিশ্বে অনাহারে মারা যেতে পারে ৩ কোটি মানুষ ॥ মৃত্যু এক লাখ ৪৪ হাজার, আক্রান্ত ২১ লাখ ছাড়াল

ক্রাইমবার্তা রিপোটঃ করোনাভাইরাসের বিরূপ প্রভাবের কারণে থমকে যাওয়া বিশ্ব ব্যবস্থায় গরিব মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন বিশ্ব খাদ্য সংস্থার (ডব্লিউএফপি) প্রধান ডেভিড বেসলে। বুধবার কানাডাভিত্তিক সংবাদমাধ্যম গ্লোব এ্যান্ড মেইলকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেছেন, জাতিসংঘ তহবিল গঠন না করলে ভয়াবহ পরিণতি হতে পারে। তার আশঙ্কা, দরিদ্রদের মুখে খাবার তুলে দেয়ার ব্যবস্থা করা না গেলে অন্তত তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে। বেসলে জানান, বিভিন্ন দেশের সরকারের আর্থিক সহায়তায় বিশ্বে অন্তত এক শ’ মিলিয়ন মানুষের মুখে খাবার তুলে দেয় ডব্লিউএফপি। তার মধ্যে অন্তত ৩০ মিলিয়ন (৩ কোটি) মানুষ খাবার না পেলে অনাহারে মারা যাওয়ার ঝুঁকিতে আছে। জীবন বাঁচাতে হলে তাদের মুখে খাবার তুলে দেয়ার ব্যবস্থা করতে হবে। এদিকে চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের ২১০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় বৃহস্পতিবার পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১ লাখ ৪৫ হাজার ৫১২। এর মধ্যে ১ লাখ ৪৪ হাজার ৬১ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ৫ লাখ ২৫ হাজার ৪৩৯ জন। এদিকে করোনায় বৃহস্পতিবার আরও নতুন করে যুক্তরাষ্ট্রে ২৫৬৯, ফ্রান্সে ১৪৩৮, ইতালিতে ৫৭৮, স্পেনে ৫৫১, জার্মানিতে ৩১৫ ও ইরানে ৯২ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে করোনা পরিস্থিতিতে বিশ্বের তিন কোটি মানুষ অনাহারে মারা যেতে পারে বলে জানিয়েছে ডব্লিউএফপি। যুক্তরাষ্ট্রে আরও ২৫৬৯ জনের মৃত্যু ॥ মার্কিন যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ২ হাজার ৫৬৯ জনের মৃত্যু হয়েছে। দৈনিক মৃত্যুহারের হিসেবে এটি কেবল যুক্তরাষ্ট্রেই নয়, সারা পৃথিবীতে সর্বোচ্চ রেকর্ড। এর আগেরদিন এখানে করোনায় ২ হাজার ২২৮ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার মার্কিন গবেষণা সংস্থা ও বিশ্ববিদ্যালয় জন হপকিন্সের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। সব মিলিয়ে দেশটিতে করোনায় মৃতের সংখ্যা ২৭ হাজারের বেশি। খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার রাত সাড়ে ৮টা (বাংলাদেশ সময় : বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা) পর্যন্ত জন হপকিন্সের করোনা সংক্রান্ত চলমান প্রতিবেদন মতে, যুক্তরাষ্ট্রে ২ হাজার ৫৬৯ জনের মৃত্যু হয়েছে। জন হপকিন্সের তথ্য মতে, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩২ লাখ ৬১ হাজার ৬১১ জনের করোনা টেস্ট করা হয়েছে। এর মধ্যে ৬ লাখ ৩৬ হাজারেরও বেশি মানুষের করোনা পজিটিভ এসেছে। শনাক্তদের মধ্যে এরই মাঝে ৪৫ হাজারের বেশি মানুষ সুস্থ হয়ে উঠেছেন। ফ্রান্সে আরও ১৪৩৮ জনের মৃত্যু ॥ ফ্রান্সে শেষ ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে আরও ১ হাজার ৪৩৮ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে একদিনের ব্যবধানে মৃতের সংখ্যা বৃদ্ধিতে এটি সর্বোচ্চ। তবে এটি কেবলমাত্র শেষ ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা নয়। এর সঙ্গে ইস্টার উইকেন্ডের ৩ দিনের ছুটিকালে বয়স্কদের নার্সিং হোমগুলোতে মৃতের সংখ্যাও যোগ হয়েছে বলে জানিয়েছে ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়। এর মধ্য দিয়ে সরকারী হিসেবে দেশটিতে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ১৭ হাজার ১৬৭ জনে। মোট শনাক্ত ১ লাখ ৪৭ হাজার ৮৬৩ জন। এদের মাঝে সেরে উঠেছেন ৩০ হাজার ৯৫৫ জন। এছাড়া চিকিৎসাধীনদের মধ্যে ৬ হাজার ৪৫৭ জনের অবস্থা গুরুতর। বৃহস্পতিবার ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে রয়টার্স এসব তথ্য জানায়। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক জেরোম সালোমন বলেন, ফ্রান্সে এখনও করোনার প্রকোপ শীর্ষ পর্যায়ের দিকে আছে। ফলে মানুষজনকে কঠোরভাবে ঘরে থাকার বিধিনিষেধ মানতে হবে। ইতালিতে আরও ৫৭৮ জনের মৃত্যু ॥ ইতালিতে শেষ ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত আরও ৫৭৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে সরকারী হিসেবে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ২১ হাজার ৬৪৫ জনে। এর আগের দিন মৃত্যু হয়েছিল ৬০২ জনের। গত ১১ দিন ধরে ইতালিতে করোনায় দৈনিক মৃতের সংখ্যা ৫২৫ থেকে ৬৩৬-এর মধ্যেই ওঠা-নামা করছে। এর মাঝে কেবল ইস্টার সানডের দিন মৃতের সংখ্যা কমে ৪৩১ জনে দাঁড়িয়েছিল। অন্যদিকে শেষ ২৪ ঘণ্টায় ইতালিতে নতুন করে ২ হাজার ৬৬৭ জনের করোনা শনাক্ত হয়। স্থানীয় সময় বুধবার পর্যন্ত সরকারী হিসেবে ইতালিতে ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও স্পেনের পর এটিই তৃতীয় সর্বোচ্চ। স্পেনে আরও ৫৫১ জনের মৃত্যু ॥ স্পেনে গত কিছুদিন থেকে করোনায় মৃত্যুহার ৫শ’র ঘরে ওঠা-নামা করছে। সরকারী হিসেবে শেষ ২৪ ঘণ্টায় এ ভাইরাসে দেশটিতে নতুন করে আরও ৫৫১ জনের মৃত্যু হয়েছে। আগেরদিন এ সংখ্যা ছিল ৫২৩। বৃহস্পতিবার স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা এ তথ্য জানায়। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সর্বশেষ হিসেব অনুসারে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা ১৯ হাজার ১৩০। বুধবার স্পেনে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৫ হাজার ১৮৩ জনের। এ নিয়ে দেশটিতে মোট ১ লাখ ৮২ হাজার ৮১৬ জনের করোনা শনাক্ত হলো। আগেরদিন এ সংখ্যা ছিল ১ লাখ ৭৭ হাজার ৬৩৩। ভারতে আরও ৪১৪ জনের মৃত্যু ॥ করোনাভাইরাসে ভারতে বৃহস্পতিবার নতুন করে ৪১৪ জনের মৃত্যু হয়েছে, মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৩৮০ জন। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মন্ত্রণালয় জানায়, আক্রান্তদের মধ্যে ১,৪৮৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছে। আক্রান্তদের মধ্যে ৭৬ জন বিদেশী নাগরিক। স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে বলা হয়, ৪১৪ জনের মধ্যে মহারাষ্ট্রে ১৮৭ জন, মধ্যপ্রদেশে ৫৩ জন, গুজরাটে ৩৩ জন, দিল−ীতে ৩২ জন এবং তেলেঙ্গানায় ১৮ জনের মৃত্যু হয়েছে। তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে ১৪ জন করে মারা গেছে। পাঞ্জাবে ১৩ জন,কর্নাটকে ১২ জন এবং উত্তর প্রদেশে ১১ জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গে ৭ জন, জম্মু ও কাশ্মীরে ৪ জন, কেরলে, হরিয়ানা ও রাজস্থানে ৩ জন করে মারা গেছে। ঝাড়খ-ে ২ জন এবং মেঘালয়, বিহার, হিমাচল প্রদেশ, উড়িষ্যা ও আসামে ১ জন করে মারা গেছে। তবে পিটিআই’র হিসাবে বলা হয়, বুধবার সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন রাজ্যে করোনায় মোট ১২,২২০ জন আক্রান্ত এবং ৪১৭ জনের মৃত্যু হয়েছে বলে জানানো হয়। জার্মানিতে আরও ৩১৫ জনের মৃত্যু ॥ জার্মানিতে প্রথমবারের মতো শেষ ২৪ ঘণ্টায় তিন শতাধিক মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এ নিয়ে দেশটিতে করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে প্রাণহানির সংখ্যা হলো ৩ হাজার ৮০০ এর বেশি। বৃহস্পতিবারের এক প্রতিবেদনে জার্মানির পাবলিক হেলথ ইনস্টিটিউটের বরাতে সিএনএনে জানানো হয়েছে, বুধবার একদিনে ৩১৫ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। যা একদিনে দেশটিতে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এছাড়া জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ৮৬৬ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। জার্মানিতে করোনায় আক্রান্ত রোগীর মোট সংখ্যা এখন ১ লাখ ৩০ হাজার ৪৫০ জন। ইরানে আরও ৯২ জনের মৃত্যু ॥ ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৯২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কিয়ানুশ জাহানপুরের দেয়া এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানায় রয়টার্স। ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৯২ জনের মৃত্যুসহ মৃতের সংখ্যা মোট ৪ হাজার ৮৬৯। সেই সঙ্গে দেশটিতে শনাক্ত কোভিড-১৯ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৭ হাজার ৯৯৫, যা মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সর্বাধিক।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।