স্টাফ রিপোর্টার :করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সাতক্ষীরা জেলার কৃষির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক সভা সহ পৌর এলাকায় ২টি ট্রাকে করে ভ্রাম্যমান বাজারের ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সাতক্ষীরা জেলার করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে শহরে ১০টি স্থানে দুইটি ট্রাকে জেলা প্রশাসনের নিজস্ব ব্যবস্থাপনায় শুরু হয়েছে ভ্রাম্যমাণ বাজার। শহরের সিটি কলেজ, খুলনা মোড়, সঙ্গীতা মোড়, ইটাগাছা, বাঁকাল এলাকায় ১টি ট্রাক এবং নারিকেলতলা, পোস্ট অফিস মোড়, রাজ্জাক পার্ক, পুরাতন সাতক্ষীরা ও কলেজ মোড়ে অন্য ট্রাকে চাল, ডাল, চিনি, লবণ, তেল, সবজি, পিয়াজ বিক্রি করা হবে। সাতক্ষীরা জেলার ঘরে থাকা স্কুল, কলেজ শিক্ষার্থীদের জন্য গ্র“প ভিত্তিক রচনা, গল্প, কবিতা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ছাত্রছাত্রীর নাম, শ্রেণি, শিক্ষাপ্রতিষ্ঠান ও মোবাইল নাম্বারসহ তাদের লেখা আগামী ৩০ এপ্রিল তারিখের মধ্যে ফপংধঃশযরৎধ১৯৮৪@মসধরষ.পড়স এই মেইল ঠিকানায় পাঠাতে পারবেন। লেখার বিষয় ছাত্রছত্রীদের জন্য উন্মুক্ত থাকবে। অপরদিকে করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সাতক্ষীরা জেলার কৃষির বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ক সভা জেলার কৃষি বিভাগের সাথে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী জেলার কোন জমি যেন অব্যবহৃত না থাকে সে বিষয়ে নির্দেশনা প্রদান করেন। উক্ত সভার নি¤েœাক্ত সিদ্ধান্ত সমূহ গৃহিত হয়ঃ বোরো ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে এখন থেকে কর্তন শেষ না হওয়া পর্যন্ত কৃষকদের’কে কারিগরি ও প্রযুক্তিগত সুবিধাসহ সবধরনের সুযোগ সুবিধা প্রদান করতে হবে। * জেলায় স্থানীয় ভাবে উৎপাদিত বিভিন্ন প্রকার সবজি ভ্রাম্যমাণ বাজার তৈরি করে নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থাপনার মাধ্যমে ন্যায্য মুল্যে বাজার জাতকরণের ব্যবস্থা করতে হবে। * সার, বীজ, কীটনাশক ও কৃষিযন্ত্রের যন্ত্রাংশের বিক্রয়কেন্দ্র/দোকান নিরাপদ স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিতকরণের মাধ্যমে নির্দিষ্ট সময়পর্যন্ত খোলা রাখার ব্যবস্থা করতে হবে। * বোরো ধান কর্তন সময়ে কৃষিশ্রমিক প্রাপ্তিতে যাতে কোন সমস্য না হয়, সেজন্য সংশি−ষ্ট সকলকে সতর্ক থাকতে হবে। এছাড়া করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সংকটকালীন কর্মহীন হোটেল শ্রমিক, সেলুন শ্রমিক, ভ্যানচালক, মোটরবাইক চালক, ইজিবাইক চালকসহ বিভিন্ন শ্রেণির অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা পৌরসভা প্রাঙ্গনে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কারণে কর্মহীন হোটেল শ্রমিক, সেলুন শ্রমিক, ভ্যান চালক, মোটর বাইক চালক, ইজিবাইক চালকসহ বিভিন্ন শ্রেণির অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেয়া হয়। উদ্বিগ্ন না হয়ে সচেতন থাকুন। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করুন। যেহেতু করোনা ভাইরাস (কোভিড-১৯) এর কোন প্রতিষেধক এখনও আবিষ্কৃত হয় নাই এবং দেশে এর সংক্রমণ প্রতিদিন বেড়েই চলেছে তাই সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে প্রতিরোধ করাই একমাত্র উপায়।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …