ক্রাইমবার্তা রিপোটঃ করোনা ভাইরাসের প্রভাবে যখন জেলা ব্যাপি খাদ্য দ্রব্য নিয়ে হাহাকার তখন অনেকটা স্বস্থিতে রয়েছে তালার খলিষখালি ইউনিয়ন বাসী। ইতোমধ্যে দুই দফায় প্রায় এক হাজার ব্যক্তির মাঝে চাল ডাল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ সূত্র জানায়, ৩১ হাজার ৮৮৬ জন জনসংখ্যা নিয়ে বর্তমান খলিষখালি ইউনিয়ন পরিষদ। ইউনিয়নটিতে রয়েছে ৫ হাজার পরিবার। করোনায় আক্রান্ত ৪১৪২ জনের একটি তালি তৈার করে সরকারের কাছে পাঠানো হয়েছে। ২২০ জনের ভিজিডি কার্ডের মাধ্যমে মাসে ৩০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ১২৭৮ জন ব্যক্তির মাঝে ১০ টাকা কেজি দরে চাউল বিক্রয় করা হয়ে থাকে। বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধি এক হাজার ব্যক্তির মাঝে খাদ্য সহয়তা করা হয়ে থাকে। বছরের বেশির ভাগ সময়ে প্রায় ৩ হাজার পরিবার সরকারের দেয়া বিভিন্ন অনুদান গ্রহণ করে থাকে। এছাড়া কৃষিতে প্রণোদনা দেয়া হয় কৃষকদের। সালাম, কালাম, হাশেম মহ করয়কজন জানায় বর্তমান পরিস্থিতিতে তাদের অবস্থা নাজুক। না পারছে চাইতে না পারছে সইতে। এ অবস্থা চলতে থাকলে খাদ্য সংকটে দিশেহারা হয়ে পড়বে তারা। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফর রহমান জানান, সরকার ঘোষিত যে টুকু সহায়তা পাওয়া গেছে সেগুলো যথাযথ বিতরণ করেছি। নিজের পক্ষ থেকেও ত্রাণ বিতরণ করা হয়েছে। তার ইউনিয়নে এখনো পর্যাপ্ত ত্রাণ সামগ্রী প্রয়োজন। সরকারের বিভিন্ন তপ্তরে ত্রাণ সহযোগীতা চাওয়া হয়েছে। ত্রাণ পাওয়া মাত্রয় বিতরণ করা হবে। তার ইউনিয়নে ইমাম, মুয়াজ্জিন, শ্রমিক, চালকনহ বিভিন্ন পর্যায়ের নিম্নআয়ের মানুষ খুজে বের করে ত্রাণ বিদরণ করা হয়েছে।
Check Also
যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার
নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …