ক্রাইমবার্তা রিপোটঃ : সাতক্ষীরায় করোনো পরিস্থিতি মোকাবেলায় জনসমাগম কমিয়ে সাধারণ মানুষকে ঘরে ফেরাতে জেলাব্যাপী অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, পুলিশ ও র্যাবসহ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা। চলছে মাইকিং, ভ্রাম্যমান আদালতের অভিযান ও দেয়া হচ্ছে জীবাণুনাশক স্প্রে। বসানো হয়েছে শহরের বিভিন্ন প্রবেশদ্বারে চেকপোষ্ট। এতকিছুর পরও সাধারণ মানুষ যেন কোন বাধাই মানতে চাচ্ছেননা। প্রতিদিনই তারা বিভিন্ন অজুহাতে ঘরের বাইরে বের হচ্ছেন। আজও শহরের বিভিন্ন সড়কে সাধারন মানুষকে সামাজিক দূরত্ব না মেনে চলাচল করতে দেখা গেছে।
এদিকে, সামাজিক দূরত্ব না মেনে অহেতুক ঘোরাঘুরি ও সন্ধ্যা ৬ টার পরে দোকান খোলা রাখার অপরাধে জেলায় গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে ১৫ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযানে আজ পর্যন্ত মোট ১ হাজার ৯৪৮ টি মামলায় প্রায় ২০ লক্ষাধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে।
Check Also
আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি
এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …