আবু মুছা : সাতক্ষীরার কালিগঞ্জে পল্লীতে সুফিয়া বেগম ৩৮ নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছে তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের নিজাম উদ্দিনের স্ত্রী ও পার্শ্ববর্তী শ্রীরামপুর গ্রামে সৈয়দ আলীর মেয়ে। থানা ও পরিবার সূত্র জানা গেছে রবিবার (১৯ এপ্রিল) সকাল ৯টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে নিজ বাড়িতে একটি কক্ষে রশ্মির সাহায্যে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। সে দীর্ঘদিন যাবৎ দুরারোগ্য ব্যাধিতে ভুগছিল বলে জানিয়েছে তার ভাই রবিউল ইসলাম।
ইউপি মেম্বার সিরাজুল ইসলাম জানান, নিজামুদ্দিন সুফিয়ার পারিবারিক জীবনে সুখ ছিল তার পুত্র দুই সন্তান বড় ছেলে অনার্স পড়ছে অনেকদিন যাবত সুফিয়া অসুস্থ ছিল। কালীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত আজিজুর রহমান বলেন স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে খবর পেয়ে মৃতদেহ থানায় নিয়ে আসা হয়েছে, সোমবার ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
Check Also
গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’
প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …