লকডাউন অমান্য করে আল্লামা আনসারীর জানাজায় মানুষের ঢলের দায়ে ওসি ও এএসপি মাসুদ প্রত্যাহার

ক্রাইমবার্তা রিপোটঃ: ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাওলানা জুবায়ের আহমদ আনসারীর জানাজায় লোকসমাগমের বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে না পারায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পর এবার সার্কেল সহকারী পুলিশ সুপার (এএসপি) মাসুদ রানাকে প্রত্যাহার করা হয়েছে। একই সাথে ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর।

রোববার পুলিশ সদর দফতরের সহকারী মহাপরিদর্শক সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার সরাইল থানার ওসি মো: শাহাদাত হোসেনকে প্রত্যাহার করা হয়।

উল্লেখ্য, শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মরহুম জুবায়ের আহমদ আনসারীর নিজের প্রতিষ্ঠিত জামিয়া রহমানিয়া বেড়তলা মাদরাসায় তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় করোনা সংক্রমণের ভয় ও লকডাউন উপেক্ষা করে অর্ধলক্ষেরও উপরে মুসল্লী শরীক হন। মাদরাসার প্রান্তর ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কের প্রায় এক কিলোমিটার পর্যন্ত জানাজার সারি দীর্ঘ হয়। দেশ এবং জেলার শীর্ষ আলেমরা ছাড়াও মাদরাসার ছাত্র এবং সাধারণ মাানুষ জানাজায় অংশ নেন। এ নিয়ে দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে।

এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল পৌনে ৬টায় জেলা শহরের মার্কাস পাড়ায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন প্রখ্যাত আলেম মাওলানা জুবায়ের আহমদ আনসারী। তার বয়স হয়েছিল ৫৯ বছর।

Check Also

যশোর বেনাপোল দিয়ে ভারতে প্রবেশের সময় কলারোয়ার আ’লীগ কাউন্সিলর গ্রেপ্তার

নিজস্ব প্রতিনিধি :- সাতক্ষীরা: যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার কলারোয়া পৌরসভার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।