প্রশাসন ক্যাডারের ৬ কর্মকর্তা করোনায় আক্রান্ত

ক্রাইমবার্তা ডেস্ক রিপোটঃ প্রশাসন ক্যাডারে এখন পর্যন্ত ছয়জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার একথা জানিয়েছেন জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন। খবর ইউএনবির

আক্রান্তদের মধ্যে- মাঠ প্রশাসনে নায়ায়ণগঞ্জে তিনজন, গাজীপুর ও ভৈরবে একজন করে এবং জেদ্দাস্থ বাংলাদেশ মিশনের শ্রম কাউন্সের রয়েছেন।

জনপ্রশাসন সচিব বলেন, ‘করোনায় আক্রান্ত কর্মকর্তাদের চিকিৎসা দিতে সর্বোচ্চ ব্যবস্হা নেয়া হয়েছে এবং তাদের সংস্পর্শে যারা ছিলেন সেসব কর্মকর্তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।’

নিজেদের হেফাজত করে সতর্ক থেকে কাজ করতে মাঠ প্রশাসনকে আগেই নির্দেশনা দিয়েছি বলেও জানান জনপ্রশাসন সচিব।

এর আগে প্রশাসন ক্যাডারের ২২তম ব্যাচের কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) পরিচালক জালাল সাইফুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৬ এপ্রিল মারা গেছেন।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।