কবিরাজকে ঘর থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা

ক্রাইমবার্তা ডেস্ক রিপোটঃ  চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়  ঘর থেকে ডেকে নিয়ে শায়ের মুহাম্মদ সাগর (৪২) নামের এক কবিরাজকে চুরিকাঘাতে করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত ১২টায় চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শায়ের মুহাম্মদ সাগর উপজেলার শিকলবাহা ইউনিয়নের অলির বাপের বাড়ির মৃত মুহাম্মদ হাশেমের ছেলে।

নিহতের ছোট ভাই মুহাম্মদ জাফর বলেন, ‘আমার ভাই একজন কবিরাজ। সোমবার বিকেলে আমাদের বাড়িতে চারজন মানুষ আসে। তাদের মুখে মাস্ক ছিল। তারা একজন রোগীকে চিকিৎসা দেওয়ার কথা বলে ভাইকে নিয়ে যায়। রাত ৯ টার দিকে খবর আসে সে রক্তাক্ত অবস্থায়  উপজেলার চরলক্ষ্যা ইউনিয়নের পশ্চিম চরলক্ষ্যা গোয়ালপাড়ায় রাস্তার পাশে পড়ে আছে। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে আমরা তাকে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে নিয়ে যাই। সেখানে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের চিকিৎসক ডা. কামাল উদ্দিন জানান, ‘ওই ব্যক্তির মাথায় ছুরিকাঘাতের জখম ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’

কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ ইসমাইল সমকালে জানান, ‘নিহতের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযানে নামছে পুলিশ।’

Check Also

গাড়িচাপায় বুয়েট শিক্ষার্থী মাসুদের মৃত্যু ‘হত্যাকাণ্ড’

প্রাইভেটকার চাপায় বুয়েট শিক্ষার্থী মুহতাসিম মাসুদের মৃত্যুকে ‘হত্যাকাণ্ড’ বর্ণনা করে দায়ীদের সর্বোচ্চ শাস্তিসহ ৬ দফা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।