ক্রাইমবার্তা ডেস্ক রিপোটঃ কানাডার নোভা স্কটিয়া প্রদেশে পুলিশের পোশাক পরা এক বন্দুকধারীর গুলিতে এক নারী পুলিশ সদস্যসহ অন্তত ১৬ জন নিহত হয়েছে।
দেশটির পুলিশের বরাত দিয়ে সোমবার সকালে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, নোভা স্কটিয়া প্রদেশের পোর্টাপিকে শহরে শনিবার বন্দুকধারীর এই হামলা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রায় ১২ ঘণ্টা ধরে বন্দুকধারীর গাড়িকে ধাওয়া করে পুলিশ। এক পর্যায়ে পুলিশের অভিযানে বন্দুকধারী নিহত হয়।
এর আগে পুলিশ জানায়, পুলিশের একটি গাড়ি নিয়েই বন্দুকধারী একাধিক স্থানে লোকজনের ওপর গুলি চালাতে থাকে। ফলে নিহতের প্রকৃত সংখ্যা বেশিও হতে পারে।
বন্দুকধারীর পরিচয় নিশ্চিত করে এক টুইটে নোভা স্কটিয়া পুলিশ জানায়, হামলাকারীর নাম গ্যাব্রিয়েল ওর্টম্যান, বয়স ৫১ বছর।