বিশ্বে করোনায় আক্রান্ত বেড়ে ২৪ লাখ, মৃত্যু ১ লাখ ৬৫ হাজার

ক্রাইমবার্তা ডেস্ক রিপোটঃ   প্রাণঘাতী নভেল করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। চীনের উহান শহর থেকে উৎপত্তি হওয়া এই ভাইরাসটি বর্তমানে বিশ্বের ১৮৫টি দেশ ও অঞ্চলে সংক্রমণ ছড়িয়েছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত সারা বিশ্বের ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ২৪ লাখ ৩ হাজার ৯৬৩ জন এবং মারা গেছেন ১ লাখ ৬৫ হাজার ২২৭ জন।

করোনা সংক্রমণে শীর্ষ ১০ দেশ হচ্ছে- যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, চীন, তুরস্ক, ইরান ও রাশিয়া।

এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও বেশি মৃত্যু যুক্তরাষ্ট্রে। সোমবার পর্যন্ত দেশটিতে ৭ লাখ ৫৯ হাজার ৪৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪০ হাজার ৬৭৭ জন।

দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত স্পেনে ১ লাখ ৯৮ হাজার ৬৭৪ জন এবং মারা গেছে ২০ হাজার ৪৫৩ জন। তবে মৃতের সংখ্যার দিক দিয়ে তৃতীয় স্পেনে।

তৃতীয় সর্বোচ্চ আক্রান্ত হয়েছে ইতালিতে ১ লাখ ৭৮ হাজার ৯৭২ জন এবং মারা গেছে ২৩ হাজার ৬৬০ জন। মৃত্যুর সংখার দিক দিয়ে ইতালি দ্বিতীয়।

Check Also

গাজায় আরও ৭৭ ফিলিস্তিনি নিহত

ইসরায়েলি বর্বর হামলায় গাজা ভূখণ্ডে আরও ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন।এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।