সংগ্রাম সম্পাদক আবুল আসাদ এর মুক্তির দাবি

বাগমারা (রাজশাহী) সংবাদদাতা: রাজশাহীর বাগমারার কৃতি সন্তান বিশিষ্ট বুদ্ধিজীবি, ও বহুমুখী প্রতিভার অধিকারী দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদ এর মুক্তি চেয়ে সংবাদপত্রে বিবৃতি দিয়েছেন বাগমারা সাহিদত্য পরিষদের নেতৃবৃন্দ।

বাগমারা সাহিত্য পরিষদের পক্ষে সম্পাদক প্রভাষক চয়েন উদ্দিন  বলেন, আবুল আসাদ সাংবাদিকতার পাশাপাশি নানাবিধ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে সরাসরি সারা জীবন জড়িত ইতিহাস ও ঐতিহ্যের উপর তিনি ব্যাপক গবেষনা করেছেন এবং তা প্রকাশ করেছেন। তার উল্লেখযোগ্য লেখা ‘সাইমুম সিরিজ’ এক এক করে চৌত্রিশটি খন্ড প্রকাশ করেছেন। যাতে রয়েছেন বর্তমান থেকে অতীত ও ভবিষ্যত বানীর উপখ্যান। তাঁর লেখা অপারেশন তেল আবিব, পামির আর্তনাদ, তিয়েনশানের ওপারে, মিন্দানাওয়ের বন্দী, বলকানের কান্না, মিসিসিপির তীরে, আমেরিকার এক অন্ধকার, আমেরিকার আরেক যুদ্ধ, অক্টোপাশের বিদায়, কঙ্গোর কালে বুকে, আটলান্টিকের ওপারেসহ প্রভৃতি রচনা লিখে নাম কুড়িছেন। বয়সের ভারে তিনি নুয়ে পড়েছেন তবু তিনি থেমে যাননি।  এলাকায় তিনি একাধিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা জাতীর উন্নয়নে একজন গুণধারী কলম সৈনিক হিসাবে বহু সুনাম রয়েছে তাঁর। সাম্প্রতিক গত ডিসেম্বর মাসে লেখনীর ধারায় একটি সংবাদ ভিন্ন ভাবে প্রবাহিত হওয়ায় একটি মহলের রোষানলে তিনি জেল হাজতে রয়েছেন। বর্তমানে বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের ব্যাপক সংক্রামণে মানুষের মাঝে চরম উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে। কারাগারের জীবন ব্যবস্থা ব্যাপক ঝুঁকির আশঙ্কা রয়েছে। এ অবস্থায় এলাকার সাধারণ মানুষ বিশেষ কৃতিত্বের অধিকারী আবুল আসাদকে নিয়ে উদ্বিগ্ন। এ পরিস্থিতিতে এলাকাবাসীর পক্ষে বাগমারা সাহিত্য পরিষদের উদ্যোগে সংগঠনের নেতৃবৃন্দ সরকারের কাছে তার মুক্তির জন্য আবেদন ও বিবৃতি দিয়েছেন।

এদিকে আবুল আসাদের স্ত্রী জীবন নেছার বরাত দিয়ে ছোট ভাই মাদ্রাসা শিক্ষক আহম্মাদ আলী বলেন, জাতির এ মহাসংকটে করোনাভাইরাসের ব্যাপক সংক্রামণে কারাগারে ঝুঁকি থেকে বাঁচাতে তিনি সরকারের কাছে তার বড় ভাই আবুল আসাদের মুক্তির দাবি জানিয়েছেন।

Check Also

‘সাড়ে ১৫ বছর শেখ হাসিনার অত্যাচারে জর্জরিত ছিল নয়া দিগন্ত’

দেশের অন্যতম সর্বোচ্চ পঠিত পত্রিকা দৈনিক নয়া দিগন্ত। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানে সংবাদমাধ্যমটি গত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।