ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা: নরসিংদি থেকে ছয়টি ট্রাকে থাকা ড্রামের মধ্যে লুকিয়ে বাড়ি ফেরার সময় ১৭০ জন ইট ভাটা শ্রমিককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর হাসপাতাল মোড়ে এ আটকের ঘটনা ঘটে।
সাতক্ষীরা ট্রাফিক পুলিশের উপ-পরিদর্শক জাহিদ হোসেন জানান, ছয়টি ট্রাকের মধ্যে প্রতিটি ড্রামের মধ্যে দু’জন করে ভাটা শ্রমিক পলিথিন দিয়ে ঢেকে নরসিংদি থেকে সাতক্ষীরার শ্যামনগরে ফিরছিল। প্রশাসনের নির্দেশনা উপেক্ষা করায় মঙ্গলবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর হাসপাতালের মোড়ে ওই ছয়টি ট্রাক আটক করা হয়। এ সময় ওইসব ট্রাক থেকে ১৭০ জন শ্রমিককে আটক করা হয়। তাদের বাড়ি শ্যামনগর উপজেলার ভেটখালি, কৈখালি ও রমজাননগর এলাকায়। তাদেও নাম ঠিকানা য^াচাই করা হয়েছে।
জেলা প্রাশসক এসএম মোস্তফা কামাল জানান, করোনা প্রতিরোধে আটককৃত শ্রমিকদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখার জন্য শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে
Check Also
সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান
নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …