সুন্দরবন থেকে চলে আসা শ্যামনগর থেকে আরো একটি হরিণ উদ্ধার

ক্রাইমর্বাতা রিপোট: সাতক্ষীরা: বুধবার ভোর পাঁচটার দিকে সুন্দরবন থেকে পথ ভুলে লোকালয়ে চলে আসে আরো একটি হরিণ। আটুলিয়া ইউনিয়েনের তালবাড়িয়া নামক স্থান থেকে এলাকাবাসীর মাধ্যমে জানতে পেরে মুন্সিগঞ্জ ফরেস্ট স্টেশন ও কদমতলায় স্টেশন কর্মকর্তা আবু সায়ীদ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যেয়ে সিপিপি ও স্থানীয় জনগনের সহযোগিতায় হরিণটি ধরতে সক্ষম হন। এলাকাবাসী বলেন, ভোরে হরিণটি ঘোরাফেরা করতে দেখে স্থানীয় মুন্সিগঞ্জ ফরেস্ট অফিসের খবর দেই। পরবর্তীতে বন প্রহরীরা এসে এলাকাবাসী ও সিপিপির সহযোগিতা নিয়ে হরিণটি উদ্ধার করেন নিয়ে যায়।
এ বিষয়ে বন বিভাগের দায়িত্বে থাকা কর্মকর্তা আবু সায়েদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই এবং হরিণটি উদ্ধার করে তৎক্ষণাৎ স্বাস্থ্য পরীক্ষা করি। হরিণটির শরীরে কোন ক্ষত না থাকায় ও হ্নদক্রিয়া স্বাভাবিক থাকায় মুন্সিগঞ্জ ওপারে সুন্দরবনের মধ্যে ছেড়ে দেই। এসময় উপস্থিত ছিলেন বন বিভাগের কর্মকর্তা আনোয়ার হোসেন, মিজানুর রহমান, উপজেলা অনলাইন নিউজ ক্লাবের সভাপতি মারুফ হোসেন মিলন, বারসিক এর কর্মকর্তা মননজ মন্ডল প্রমুখ। এরআগে মাত্র দু’দিন পূর্বে আরো একটি হরিণ লোকালয়ে চলে আসে।

Check Also

আশাশুনির খাজরা ইউনিয়নের খালিয়া রাস্তার বেহাল দশা।। বিপত্তিতে শতাধিক পরিবার।।দ্রুত সংস্কার দাবি 

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।।আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের ৪নং ওয়ার্ড খালিয়া গ্রামের সানাপাড়ার প্রায় শতাধিক পরিবার একটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।