মোঃ তারিকুুর রহমান চুয়াডাংগা ঃচুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশিপুর গ্রাম থেকে ১৯ এপ্রিল রবিবার দিবাগত রাতের কোন এক সময় বাড়ীর গেট ভেঙ্গে ব্যাটারী চালিত ইজিবাইক চুরির ঘটনা ঘটেছে। চুরি যাওয়া ইজিবাইকটির মালিক মোঃ ইয়াছিন কুলতলা কাশিপুর গ্রামের রবিউল ইসলাম এর ছেলে।
চুরি হওয়া ইজিবাইকটি ফিরে পেতে বুকভরা আশা নিয়ে জীবননগর থানায় লিখিতো অভিযোগ করেও কোন প্রতিকার পাচ্ছেনা পরিবারটি।গত ৪ দিন পার হয়ে গেছে এখনো উদ্ধার করতে পারেনি পুলিশ। এদিকে ইজিবাইটি হারিয়ে অসহায় পারিবারটি দিশেহারা হয়ে পড়েছে। বারবার ধর্ণা দিচ্ছে পুলিশের কাছে।
জানা গেছে , জীননগর উপজেলার কে ডি কে ইউনিয়নের কুলতলা কাশিপুর গ্রামর রবিউল ইসলামের ছেলে ইয়াছিন আলী। প্রসঙ্গগত আনুমানিক ৮ মাস র্পবে একটি এনজিও থেকে দেড় লাখ টাকা লোন নিয়ে সংসারের সচলতা ফিরিয়ে আনতে একটি ইজিবাইক কিনে
দীর্ঘ দিন ধরে চালিয়ে আসছে গত রবিবার সারাদিন ভাড়া মেরে
সন্ধ্যায় বাড়ি এসে প্রতিদিনের মত অটোটি চার্জে লাগিয়ে দেয়।
ভোর রাতে ঘুম থেকে উঠে নামাজের জন্য উঠে দেখতে পায় যে তার ইজিবাইকটি নাই সারাদিন খুজাখুজি শেষে সোমবার বিকাল ৪ টার দিকে জীবননগর থানায় সাধারন ডায়রি করেছে। এবং গত মঙ্গলবার সন্ধ্যা ৬ টার দিকে জীবননগর থানায় লিখিতো অভিযোগ দায়ের করেছে বলে জানান ইয়াছিন এর পরিবার