ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা থেকে করোনা টেস্টের জন্য এ পর্যন্ত ২60 জনের নমুনা পাঠানো হয়েছে। 66 জনের রিপোর্ট পাওয়া গেছে। আশার কথা হলো সবাই করোনা নেগেটিভ।
কোভিড-১৯ আক্রান্ত ব্যাক্তির চিকিৎসায় ০৩ টি এ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত আছে, ৮ টি ভেন্টিলেশন সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে, ২০ অক্সিজেন সিলিন্ডার এবং ২০ টি নেবুলাইজার প্রস্তুত রয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। যেখানে ১০০ টি বিছানা প্রস্তুত রয়েছে।
১ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সারা বিশ্বের নানা দেশ থেকে প্রায় ১১,২৪৮ মানুষ সাতক্ষীরায় এসেছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকের বাড়িতে লাল পতাকা এবং স্থানীয় কমিটির মাধ্যমে ১১,২৪৮ লোকের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছিল। জেলা পুলিশ এবং স্বাস্থ্য বিভাগও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে নিজস্ব ব্যবস্থাপনায় কাজ করেছিল।
কোভিড-19 পরিস্থিতি (২3/৪/২০20)
ক্রমিক নং | পূর্বদিন পর্যন্ত সংখ্যা | বর্তমান তারিখে সংখ্যা | মোট সংখ্যা | মন্তব্য | |
১. | আক্রান্ত | 0 | 0 | ||
২. | বাড়িতে কোয়ারেন্টাইন | 8460 | 3059 | 11519 | |
৩. | প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন | ৩০৯৬ | ০ | 340 | |
৪. | আইসোলেসন | ৫ | ০ | ৫ | |
৫. | কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়প্রাপ্ত | 12,724 | 677 | 13401 | |
৬. | আরোগ্যলাভকারী | 0 | 0 | 0 | |
৭. | মৃত্যুবরণকারী | 0 | 0 | 0 | |
৮. | ১ মার্চ ২০২০ থেকে বিদেশ প্রত্যাগত | 11248 | 0 | 11248 | |
৯. | ঠিকানা ও অবস্থান চিহ্নিত বিদেশ প্রত্যাগত ব্যক্তি | 11248 | 0 | 11248 | লাল পতাকা দিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে |
গত ১৪ দিনে নারায়নগঞ্জ, মাদারিপুর এবং শরিয়তপুর থেকে লক ডাউনের মধ্যেও ১২ হাজারের বেশি মানুষ সাতক্ষীরা জেলাতে এসেছে। যারা ফিরে আসছেন তাদের প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে। এদের মধ্যে ৩40 জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এবং অন্যান্যদের বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১২ জন, শ্যামনগর উপজেলায় 15৯ জন, আশাশুনি উপজেলায় 64 জন, দেবহাটা উপজেলায় 75 জন, তালা উপজেলায় 30 জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। আজ যারা এসেছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসক নিজে গত ৪ দিনে সকল উপজেলায় গিয়ে জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সাথে সভা করেছেন। নতুন আগত সকলের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের ব্যবস্থা নিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে গ্রাম কমিটি গঠনের মাধ্যমে ঐসকল জেলা থেকে বাড়িতে আগত ব্যাক্তিদের হোম কোয়ারেন্টাইন জোরদার করতে জেলা প্রশাসক নির্দেশনা দিয়েছেন।
উপজেলার নাম | প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইন | হোম কোয়ারিন্টাইন |
আশাশুনি | 64 | ৪১৮৭ |
দেবহাটা | 75 | ৪৯৩ |
কালিগঞ্জ | 0 | ১৮৭০ |
শ্যামনগর | 159 | ৩৭৬৭ |
কলারোয়া | 1 | ২০২ |
তালা | 30 | ১০০০ |
সদর | 12 | 0 |
মোট | 340 | ১১৫১৯ |
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে আজ পর্যন্ত সাতক্ষীরা জেলাতে মোট বরাদ্দ পাওয়া গেছে ১১০০ মেঃ টন চাল, নগদ৫০,৫০,০০০/- টাকা এবং শিশু খাদ্যের জন্য পাওয়া গেছে ১০,০০,০০০ টাকা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে প্রাপ্ত বরাদ্দ হতে বিতরণঃ
উপজেলা | খাদ্য সহায়তা | নগদ অর্থ | শিশু খাদ্য | প্রাপ্য পরিবারের সংখ্যা | মন্তব্য | |
১ | ২ | ৩ | ৪ | ইতোমধ্যে ৮4,5০০ পরিবারকে সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। | ||
1. | সাতক্ষীরা সদর | 179 মেঃ টন | 7,13,500/- | 1,75,228/- | ১79০০ | |
2. | কলারোয়া | 105 মেঃ টন | 5,20,000/- | 99,724/- | 1০5০০ | |
3. | তালা | 122 মেঃ টন | 5,92,000/- | 1,01,724/- | ১22০০ | |
4. | আশাশুনি | 113 মেঃ টন | 5,93,000/- | 1,01,435/- | 113০০ | |
5. | দেবহাটা | 76 মেঃ টন | 4,07,000/- | 74,793/- | 76০০ | |
6. | কালিগঞ্জ | 113 মেঃ টন | 5,69,500/- | 1,01,724/- | 113০০ | |
7. | শ্যামনগর | 134 মেঃ টন | 6,35,000/- | 1,75,228/- | ১3৪০০ | |
8. | সাতক্ষীরা পৌরসভা | 118 মেঃ টন | 5,72,000/- | 1,20,129/- | 118০০ | |
9. | কলারোয়া পৌরসভা | ৪0 মেঃ টন | 1,48,000/- | 49,862/- | 40০০ | |
10. | মোট | 1000 মেঃ টন | 47,50,000/- | 9,99,847/- | 1,00,0০০ | |
অবশিষ্ট | ১০০ মেঃটন | ৩,০০,০০০/- | ১৫৩/- | |||
মোট | ১১০০মেঃটন | ৫০,৫০,০০০/- | ১০,০০,০০০/- |