সাতক্ষীরার কালিগঞ্জে প্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় আ’লীগ মেম্বার আটক: অতপর গণধোলায়

 হাফিজুর রহমান শিমুলঃক্রাইমবার্তা রিপোটঃ  কালিগঞ্জ: প্রবাসীর স্ত্রীর সঙ্গে রাতের আঁধারে আপত্তিকর অবস্থায় আটক হয়ে গণধোলাইয়ের শিকার হলেন আ’লীগ নেতা ইউপি সদস্য শামসুজ্জামান। ঘটনাটি গত বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়নের পূর্ব পাইকাড়া গ্রামে ঘটে। স্থানীয় গ্রামবাসি মোহাম্মাদ আলীর স্ত্রী আমেনা খাতুন (৭০), শরিফুল ইসলাম, হাবিবুর রহমান, খলিলুর রহমান, তারালী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার আশরাফুল, ইউপি সদস্য কবির হোসেন, শহীদুল ইসলামসহ কয়েকজন ব্যাক্তি এ প্রতিনিধিকে জানান, তাদের গ্রামের আজগার আলী দীর্ঘদিন ধরে লেবাননে থাকেন। স্ত্রী নীলুফা বেগম আঁখি মনি নামের ৭ বছরের একটি কণ্যা সন্তান ও বৃদ্ধা শাশুড়ীকে নিয়ে বাড়িতেই অবস্থান করেন। সম্প্রতি তারালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারালী গ্রামের মৃত আব্দুল আজিজ গাজীর ছেলে সামছুজ্জামানের সঙ্গে নীলুফা’র অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে। প্রায় সময় সে ওই বাড়িতে যাতায়াত করে ও মাঝে মধ্যেই রাত্রি যাপনও করতো। বুধবার রাত সাড়ে ১১ টার দিকে সামছুজ্জামান অনেকটা বীরদর্পের ন্যায় নীলুফা’র ঘরে ঢুকে অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে। এদিকে দীর্ঘদিন অনৈতিক কার্যকলাপ সহ্য করতে না পেরে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা বেরসিক গ্রামবাসিরা মেম্বর ও ওই নারীকে একইরুমে আটক করে গণধোলাই শেষে মোবাইল ফোন ও পায়ের জুতা কেড়ে নেয়। এবং স্থানীয় গ্রাম পুলিশ থানা পুলিশকে খবর দেন। ততোক্ষণে ঘটনাস্থলে শতাধীক বেরসিক নারী পুরুষ জমায়েত হয়। এদিকে লম্পট ও ধুরন্ধর সামছুজ্জামান সু-কৌশলে তার পক্ষের ব্যাক্তি ঐগ্রামের মৃত বছির শেখের ছেলে রফিকুল ইসলাম, ইউনূস আলীসহ কয়েক জনকে পটিয়ে ফেলে। এরপরে রফিকুল ও ইউনুস আলী শামসুজ্জামানকে জিম্মায় নিয়ে পিছনের দরজা দিয়ে পালাতে সহযোগীতা করে।জানাগেছে, মোটা অংকের টাকার বিনিময়ে মেম্বরকে ছেড়ে দেয় তারা। অপরদিকে চৌকিদার মারফতে খবর পেয়ে থানার উপ-পরিদর্শক গোবিন্দ আকর্ষন পুলিশ ফোর্স ঘটনাস্থলে গেলে তাদেরকেও ম্যানেজ করে কপোতকপোতির মুঠো ফোন ও জুতা পুলিশের কাছে দেওয়া হয়। ঘটনার সত্যতা জানতে পূর্ব পাইকাড়া গ্রামে গেলে গ্রাম বাসিরা বলেন, ঘটনার পর থেকে প্রবাসীর স্ত্রী পাশের গ্রামে পিতা মোহাম্মাদ আলীর বাড়িতে অবস্থান করছে । যার কারণে নিলুফার স্বামীর বাড়ির গেটে তালা ঝুলানো রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে ইউপি সদস্য সামছুজ্জামানের ০১৭৪৭-৪১৯৭৯২ নম্বর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তা বন্ধ পাওয়া যায়। তারালী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোট বলেন, বিষয়টি তিনি শুনেছেন খোঁজ নিয়ে দেখবেন। থানার উপ পরিদর্শক গোবিন্দ আকর্ষণ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গেলে শতশত লোক ঐ নিলুফার বাড়িতে অবস্থান করতে দেখেছেন এবং অনৈতিক কর্মকান্ডের প্রতিবাদ জানান। তবে ওই মেম্বরকে একটি মহল কৌশলে পালিয়ে যেতে সহযোগিতা করেছে এটা আমরা জানতে পেরেছি। উভয়ের মোবাইল থানায় জমা রয়েছে

Check Also

সার্বিক গ্রাম উন্নয়ন এর আয়োজনে বিজয় দিবস পালন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বিজয় দিবস উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা,পুরুষ্কার বিতারণ ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

***২০১৩-২০২৩*** © ক্রাইমবার্তা ডট কম সকল অধিকার সংরক্ষিত।