ক্রাইমবার্তা রিপোটঃ সাতক্ষীরা: ২৪ এপ্রিল র্পযন্ত সাতক্ষীরা জেলাতে কোন ব্যক্তির শরীরে করোনা ভাইরাস সংক্রমিত হয়নি। এছাড়া গত মঙ্গলবার করোনার উপসর্গ নিয়ে মৃত্যু বরনকারী তালা উপজেলার পাটকেলঘাটা পশ্চিম পাড়ার নৈশ প্রহরী আব্দুর রহিম ও আশাশুনির কাকবাশিয়া গ্রামের কলেজ শিক্ষক রেজাউল করিমের রক্তের নমূনায় করোনা ধরা পড়েনি। দুই পরিবারের সবারই নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো রিপোটে এ তথ্য উঠে এসেছে। এছাড়া সাতক্ষীরা জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আইইডিসিআর খুলনা থেকে আজ আরো ৩১টি রিপোর্ট তাদের কাছে পাঠিয়েছে।
ফলে সাতক্ষীরা থেকে করোনা টেস্টের জন্য এ পর্যন্ত ২৭০ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ১০৮ জনের রিপোর্ট পাওয়া গেছে। আশার কথা হলো সবাই করোনা নেগেটিভ। আজ জেলা থেকে কোন নমূনা সংগ্রহের রিপোর্ট খুলনা ল্যাবে যায়নি। এছাড়া নতুন করে আরো ৩১টি রিপোট এসেছে।
সাতক্ষীরায় বিদেশ ফেরত মোট ২ হাজার ৫৪৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। ছাড়পত্র দেয়া হয়েছে আরো ৩ হাজার ৫২৬ জনকে। এছাড়া মেডিকেল কলেজ হাসাপাতালে আসোলেশনে রয়েছে ২ জন এবং যুবউন্নয়নের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছে আরো ৭ জন।
সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল জানিয়েছে, কোভিড-১৯ আক্রান্ত ব্যাক্তির চিকিৎসায় ০৩ টি এ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত আছে, ৮ টি ভেন্টিলেশন সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে, ২০ অক্সিজেন সিলিন্ডার এবং ২০ টি নেবুলাইজার প্রস্তুত রয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। যেখানে ১০০ টি বিছানা প্রস্তুত রয়েছে।
আবু সাইদ বিশ্বাস